বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন
আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা টপিকস
করতে যাচ্ছি বন্ধুরা আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের ব্লগের মত আপনি কিভাবে ব্লগারে নোটিফিকেশন Notification System  বা Notice Board  সিস্টেম করবেন।
এই  সিস্টেমের মাধ্যমে আপনি ইউজারকে বিভিন্ন বিষয়ে জানাতে পারবেন সহজেই।
আপনি যেকোনো ঘোষণা দিতে পারবে এটা ব্যবহার করার মাধ্যমে।
এটা ব্যবহার  করা একদম সহজ।
এটা আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন।
যেমন :
Floating Display, Full Display etc..

 আজকে  আমি দেখাবো আপনারা কিভাবে সেটা ব্যবহার করবেন।

এটা হচ্ছে একটা ফ্রি সার্ভিস এবং সাথে রয়েছে Premium Service
 আপনি যদি চান এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে তাহলে অবশ্যই পারবেন কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই Fee পরিশোধ করতে হবে।
 ( চিন্তার কোন কারণ নেই পরবর্তী পর্বে  কিভাবে Free তে Premium সার্ভিস ব্যবহার করবেন সেটা নিয়ে আসব 😎)
 একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করার মাধ্যমে
 Premium Plan  এ Subscribe করে  আপনি এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।  এতে আপনি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
এখানে আপনি যদি ইভিএম সার্ভিসটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে তারা একটা 14 দিনের Free Trial দিবে। কিন্তু তার জন্য আপনার অবশ্যই মাস্টারকার্ড অথবা ভিসা কার্ড যে কোন একটা Card থাকতে  হবে সেটা অ্যাড করলে আপনাকে  Free Trial টি দিবে।
আমি এই পর্বে দেখাব Free Set - up

যাদের MasterCard বা Visa Card কোন কার্ড নেই তাদের জন্য
আগামী পর্বে দেখাব কিভাবে Free Trial নিতে পারেন সেটা।


ত এবার চলুন  কিভাবে সেট আপ করব সেটা দেখেই নেওয়া যাক।

প্রথমে

এখানে ক্লিক করুন

গিয়ে
Get started with Free te ক্লিক করুন


এবার ইমেইল দিয়ে
 Sign-up করে নিন।

এবার
নিচের মত কাজ করুন।

এবার Profile এ ক্লিক করুন

Embed Code এ ক্লিক করুন

এবার Copy করে নিন আপনার কোড

এবার সোজা আপনার ব্লগার Templates এর
 </body>  এর উপরে Paste করে দিন।
 এবার Templates  Save করুন।

বেশ এবার আপনার সাইটে গিয়ে দেখুন কি সুন্দর Notification System হয়ে গেছে।         

Note : Don’t Copy Post From here without Credit.

#নামাজ পড়ুন নিয়মিত। মহানবী হজরত মুহাম্মদ  (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  এরশাদ করেছেন  :- যে ব্যাক্তি প্রত্যেক ফরজ সালাতের (নামাজের)  পর আয়াতুল কুরসি পাঠ করল তার জান্নাতের যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাঁধা রইল না। 
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ

Post a Comment

Previous Post Next Post