বাংলাদেশ পোষ্ট অফিস থেকে বিদেশে কোন পণ্য পাঠাতে হলে খরচ কত দিতে হবে তা আমরা অনেকে জানিনা । 

আজকে সেটা শেয়ার করতে আসলাম।

বাংলাদেশ থেকে বিদেশে কোন কিছু পাঠানোর জন্য কত টাকা খরচ হয় জানুন        

বাংলাদেশের পোষ্ট অফিস থেকে ১৮১ টি দেশে পার্সেল সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানো যায় ।

আপনারা যারা বিদেশে কিছু পাঠাতে চান তাদের জন্য আশা করি  এই পোষ্ট অনেক কাজে আসবে ।

অস্ট্রলিয়া → 

  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২১৫০টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩১০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৬০ টাকা ।


অস্ট্রিয়া → 


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৬৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৯০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।



ব্রাজিল  →  


  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২৭৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  2.   এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ২৩৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৫৪০ টাকা ।
  3.   সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।


বাহরাইন →   


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৬৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২১০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।



কানাডা →   


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২৫৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩০০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ২০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৬০ টাকা ।





চায়না →     


  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৪০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।



ফ্রাঞ্চ →       





  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৩৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






জার্মানি →   



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






ভারত →      



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৭০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৯০ টাকা ।






কাতার →    



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৯৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।






সৌদি আরব → 



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৩০ টাকা ।






লন্ডন →    



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






আমেরিকা →  



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।



দৃষ্টি আর্কষণ :


বিদেশগম ইএমএস/পার্সেল/রেজিঃ দ্রব্যের অভ্যন্তরে প্রেরণ নিষিদ্ধ দ্রব্যের বিবরণ :


  • এমন কোন দ্রব্য যা দেশীয় আইনে বা সরকারী আদেশে মোতাবেক নিষিদ্ধ   ঘোষিত । 
  • অশ্লীল বা নগ্ন ছবি, শিল্পকর্ম , মুদ্রিত দ্রব্য , খোদাই শিল্প বা এধরনের যে  কোন কুৎসিত বা অশ্লীল বস্তু ।
  • রাষ্টবিরোধী , অবৈধ উস্কানীমুলক প্রচারণা ।
  • নারকোটিকস , বিস্ফোরক , আগ্নোয়াস্ত্র , কারেন্সী (টাকা / পয়সা নেগোসিয়েবল ব্যাংক ইন্সটুমেন্টস(চেক/পে-অর্ডার/ডিডি) লটারীর টিকিট ,সেভিংস ইন্সটুমেন্ট , তীক্ষ/ধারালো প্রান্ত যুক্ত যে কোন দ্রব্য ।
  • যে কোন প্রকার খাবার ( চাল , ডাল , চানাচুর , চিড়া , আচার , শুটকী , মাছ ,মাংস ) ইত্যাদি ।
  • সিগারেট / বিড়ি /তামাকজাত যে কোন দ্রব্য ।
  • যে কোন প্রকার তরল দ্রব্য ।
  • ধাতব পদার্থ বা ধাতব পদার্থযুক্ত যে কোন দ্রব্য ।
  • ইলেকট্রনিক্স / ইলেকট্রক দ্রব্যাদি ।
  • ঔষধ , নেশা জাতীয় যে কোন দ্রব্য ।

Post a Comment

أحدث أقدم