বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম,  ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখ।  by cyber31bd
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম,  ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখ। 


বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম,  ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখ। 

C programme  Tutorial of HSC ICT.

আমাদের আজকের HSC ICT tutorial এ আপনাকে স্বাগতম।

আজকের বিষয় বৃত্ত।

অ্যালগরিদম :


  1. শুরু করি। 
  2. বৃত্তের ব্যাসার্ধ  r পড়ি।
  3. বৃত্তের ক্ষেত্রফল area=πr নির্ণয় করি। 
  4. ফলাফল area ছাপাই।
  5. শেষ করি। 


Flowchart :


বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য  ফ্লোচার্ট




C programme  :

#include<stdio.h>
#define PI 3.14
main ()
{
int r;
float area;
printf("Enter value of r :");
scanf("%d",&r);
area=PI*(r*r);
printf("/n Area is : %f",area);
}


আজকে এই পর্যন্ত।
ভালো থাকুন সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।         

Post a Comment

Previous Post Next Post