( একাদশ - দ্বাদশ )  পৌরনীতি MCQ Exam - 30 Marks.    



Exam : Civics 1st & 2nd
Exam Type : MCQ
Mark : 30
Time : 20 minutes

১."নিরংকুশ ক্ষমতা দূর্নীতিকে নিরংকুশ করে তুলে" উক্তি টি কার
ক.জ্যাঁ জ্যাক রুশো
খ.লর্ড ডালহৌসি
গ.লর্ড অ্যাক্টন
ঘ.বার্নিয়াল রাশেল
২.২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় কত তারিখ ?
ক.২৯ মার্চ
খ.১৭ নভেম্বর
গ.১৫ অক্টোবর
ঘ.১৯ জুন
৩."Law is the passionless reason" বলেছেন
ক.এরিস্টটল
খ.প্লেটো
গ.অধ্যাপক হল্যান্ড
ঘ.লর্ড জ্যাশন
৪.আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি?
ক.বিচারকের রায়
খ.ধর্মীয় রীতি
গ.আইনসভা
ঘ.জনমত
৫.Morality শব্দের উৎপত্তি
ক.Modality  হতে
খ.Moral হতে
গ.Moralitas হতে
ঘ.Morals হতে
৬.ই-গভর্নেন্স হল :
i.ঘরে বসে সকল সেবা
Ii.প্রশাসনে দক্ষতা বৃদ্ধি
iii.কাজে দীর্ঘ সূত্রটা
নিচের কোনটি সঠিক
ক.i, ii & iii
খ.i & ii
গ.iii
ঘ.i & iii
৭.ISP এর পূর্ণরূপ কি ?
ক.international service Provider
খ.internet service provider
গ.Internal service provider
ঘ.internet supply service
৮.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে দুই পরাশক্তি হলো-
ক.ভারত ও নেপাল
খ.স্পেন ও ইতালি
গ.রাশিয়া ও জাপান
ঘ.মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
৯.রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে ?
ক.হেরোডোটাস কে
খ.ইএম হোয়াইট কে
গ.এরিস্টটল কে
ঘ.প্লেটোকে
১০.নাগরিকের ল্যাটিন শব্দ কোনটা
ক.Civis
খ.Civics
গ.Citizen
ঘ.Civitas
১১.মানবাধিকার সনদ ঘোষিত হয়
ক.১০ সেপ্টেম্বর
খ.১০ জানুয়ারি
গ.১০ ডিসেম্বর
ঘ.১০ আগষ্ট
১২.পৌরনীতি মূলত কোন অধিকার নিয়ে আলোচনা করে
ক.সামাজিক
খ.আইনগত
গ.রাজনৈতিক
ঘ.ব্যাক্তিগত
১৩.অধিকার  হলো -
ক.গতিশীল
খ.স্থির
গ. ক ও খ
ঘ.কোনটা নয়
১৪.এরিস্টটল কোন দেশের নাগরিক
ক.ফ্রান্স
খ.গ্রিক
গ.গ্রিস
ঘ.ইতালি
১৫.বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?
ক.হাজী শরিয়ত উল্লাহ
খ.নবাব আব্দুল লতিফ
গ.সৈয়দ আমীর আলী
ঘ.শহীদ তিতুমীর
১৬.Bengal Fact কত সালে হয়েছিল ?
ক.১৯১৫
খ.১৯১৯
গ.১৯২৩
ঘ.১৯২৫
১৭.শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু " উপাধি দিয়েছেন  কে ?
ক.কৃষি মন্ত্রী মনসুর
খ.আ.স.ম আব্দু রউফ
গ.তোফায়েল আহমেদ
ঘ.আসাদুজ্জামান খান
১৮.সংবিধানের কততম সংশোধনিতে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছে?
ক.একাদশ
খ.দ্বাদশ
গ.চতুর্দশ
ঘ.পঞ্চদশ
১৯.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী আইন পাশ হয় -
ক.১৯৭৩ সালের ৭ মার্চ
খ.১৯৭২ সালের ১৫ জুন
গ. ১৯৭৪ সালের ৭ ই মে
ঘ.১৯৭৩ সালের ১৫ জুলাই
২০.মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের _
ক.২৫ হতে ৪৬ (ক) অনুচ্ছেদে
খ.২৬ হতে ৪৭ (ক)  অনুচ্ছেদে
গ.২১ হতে ৪৭(ক)  অনুচ্ছেদে
ঘ.২৪ হতে ৪৬ (ক)  অনুচ্ছেদে
২১.Impeachment এর বাংলা কি?
ক.ন্যায়পাল
খ.জরুরি অবস্থা
গ.অভিশংসন
ঘ.কোরাম
গার্মেন্টস কর্মী সুফিয়া খাতুনকে কোন কারণ ছাড়া মালিকপক্ষ চাকরিচ্যুত করে। সংবাদ পত্রের মাধ্যমে একজন বিচারক জানতে পেরে উক্ত ঘটনার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। ফলে মালিকপক্ষ সুফিয়ার চাকরিচ্যুত আদেশ প্রত্যাহার করে।
উদ্দীপকের আলোকে ২২ এবং ২৩ প্রশ্নের  উত্তর দাও
২২.বিচার বিভাগের এ ধরনের আদেশ কি নামে পরিচিত?
ক.অধ্যাদেশ
খ.সুয়োমোটো
গ.নিষেধাজ্ঞা
ঘ.স্থগিত আদেশ
২৩.উদ্দীপকে সুফিয়ার জন্য বিচার বিভাগের রুলের ফলে -
i.আইনের শাসন নিশ্চিত
ii.মালিক পক্ষের স্বার্থ ক্ষুণ্ন হয়
iii.নাগরিকদের অধিকার রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক :
ক.i & ii
খ.i & iii
গ.ii & iii
ঘ.i,ii & iii
২৪.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
ক.এ্যালান অক্টোভিয়ান হিউম
খ.উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ.লর্ড ডাফরিন
ঘ.নবাব ভিকারুল মুলক
২৫.সর্ব প্রথম ভারতবর্ষে  যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করে কোন আইনের মাধ্যমে ?
ক.১৯০৯ সালে মর্লেমিন্টু সংস্কার আইন
খ.১৯৩৫ সালের ভারত শাসন আইন
গ.১৯১৯ সালের ভারত শাসন আইন
ঘ.১৯৪৬ সালের ভারত শাসন আইন
২৬.মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কতজন ?
ক.৪জন
খ. ২ জন
গ.৩ জন
ঘ.৫ জন
২৭.দূর্নীতির কারণে -
i.উন্নয়ন ব্যাহত হয়
ii.জনগণ বিদ্রোহী হয়
iii.সুশাসন ব্যাহত হয়
কোনটা সঠিক
ক.i & ii
খ.i&iii
গ.ii&iii
ঘ.i,ii & iii
২৮.বাংলাকে সর্বপ্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়-
ক.১৯৫২ সালে
খ.১৯৪৮  সালে
গ.১৯৫৬ সালে
ঘ.১৯৭৩ সালে
২৯.মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক.ক্যাপ্টেন মনসুর আলী
খ.এ এইচচ এম কামরুজ্জামান
গ.খন্দকার মোশতাক আহমেদ
ঘ.মাঈনুল চৌধুরী
৩০.সুশাসন প্রত্যয় সর্বপ্রথম ব্যবহার করেন -
ক.UNDP
খ.জাতিসংঘ
গ.কমনওয়েলথ
ঘ.বিশ্বব্যাংক 


পরিক্ষা শেষ করে এবার নিজের খাতা নিজে দেখুন। 
নিচের উত্তর মিলিয়ে নিন।
কার কয়টা হয়েছে কমেন্ট করে জানাবেন।               

Answer :
1.গ
2.খ
3.ক
4.গ
5.গ
6.খ
7.খ
8.ঘ
9.গ
10.ক
11.গ
12.খ
13.ক
14.গ
15.খ
16.গ
17.গ
18.ঘ
19.ঘ
20.খ
21.গ
22.খ
23.খ
24.খ
25.গ
26.গ
27.খ
28.গ
29.খ
30.ঘ


সাথেই থাকুন।
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ     

Post a Comment

أحدث أقدم