Google Adsense approved হওয়ার জন্য বিস্তারিত জানুন |
আমরা অনেকে জানিনা
How to Qualify your website for adsense.
ত সেই অজানা বিষয়কে জানানোর জন্য আজকের এই পোস্ট।
আজকে শেয়ার করতে যাচ্ছি ব্লগারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা বিশেষ করে যারা ব্লগার তারা Adsense এর জন্য খুব কষ্ট করে থাকি।
তারপর ও যদি Approved না হয় কেমডা লাগে বলুন ত।
ত যাক এসব আজাইরা কথা বার্তা বাদ দিয়ে
কাজের কথায় যাওয়া যাক।
আর হ্যাঁ এই পোস্ট
শুধু ব্লগার নয় ইনশাআল্লাহ সকলের জন্য উপকারে আসবে এগুলো।
আমরা সবাই কম বেশি খুব ঝামেলায় আছি কিভাবে Website তৈরি করলে আমরা সহজে Adsense পেতে পারি সেই বিষয়ে।
ত আজকে আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি।
এসব আমি সরাসরি দেখলাম।
আপনাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে দেখলাম সেটা তাই না ?
হুমম অবশ্যই তাই।
ত সেই প্রশ্নের উত্তর ও দেওয়ার জন্য আমি রাজি আছি।
আপনারা হয়ত অনেকে জানেন আবার অনেকেই জানেন না
আমরা আমাদের সাইটে Online Counter ব্যবহার করে থাকি।
ঠিক সেই রকম একটা কাউন্টার আমি Topwapbd তে ব্যবহার করে থাকি।
সেখানে ক্লিক করলে আমাকে সরাসরি ভিজিটর তথ্য দিয়ে থাকে ।
আরও থাকে কোন দেশের সেটা এবং কি কি দেখতেছে সেটা ।
এভাবে আমি আমার সাইটের মাধ্যমে বিষয় গুলো দেখছি।
ত এবার চলুন আসল কথা বলতে কি কি বলব সেটা
আপনি যদি এডসেন্স পেতে চান অবশ্যই ২টা পেইজ লাগবে ।
আমি দেখছি তারা এই ২টা পেইজ visit করে দেখছে ।
Page 2 টার নাম জানা যাক
1.Privacy & policy
2.Sitemap
আর কিচ্ছু লাগবে না তাহলে ?
হুম লাগবে ।
এই পেইজগুলো সঠিকভাবে দিয়ে রাখবেন।
মানে আপনার সাইটের প্রাইভেসি পলিসি তে শিশুদের জন্য নির্দিষ্ট শর্ত এবং আপনি ব্যবহার কারীর কি কি সংগ্রহ করে থাকেন তা উল্লেখ করে নিন।
না হয় Page এটা থাকা আর না থাকা একই কথা।
তবে এই ২টা পেইজ দেখেই এডসেন্স দিয়ে দেয় ?
উত্তর হচ্ছে না ।
তারা এই পেইজ গুলো দেখার পরে আপনার কয়েকটি পোস্ট দেখতে থাকবে ।
কয়েকটি সামনের পোস্ট আর কয়েকটি শুরুর দিকের।
এ
সেগুলো ঠিক থাকলে
এবং Copy পোস্ট না থাকলে
ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
তারা আরেকটা বিষয় দেখে সেটা হচ্ছে
আপনার সাইট দিয়ে গুগলে সার্চ করে দেখে ।
কিভাবে দেখে সেটা হচ্ছে
site:topwapbd.xyz
এভাবে ।
যদি দেখেন আপনার সব পোস্ট এক এক করে দেখা যাচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ বলুন।
এবার আপনার কাজ শেষ।
Apply করুন কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
আশা করি সবাই বুঝতে পারছেন ।
আর কারও কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ।
উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ
Thanks for your comment
ردحذفThanks
ردحذفThanks for tips
ردحذفإرسال تعليق