মাত্র ১০ সেকেন্ডে  স্লিপ  নাম্বার বা Form Number   দিয়ে বের করুন আপনার NID card এর নাম্বার।



আজকে জেনে নিন আপনার NID নাম্বার কিভাবে বের করতে পারবেন তাও আবার কোন রকমের Internet এর দরকার নেই।

স্লিপ নাম্বার দিয়ে বের করুন আপনার NID card এর নাম্বার।     
  

আমরা অনেকে সম্প্রতি ভোটার হয়েছি কিন্তু এখনও NID CARD হাতে পায়নি।
কিন্তু আমাদের বিভিন্ন জরুরি কাজে NID CARD লাগতেছে।

Example :
  • একটা সিম ক্রয় করতে
  • একটা বিকাশ একাউন্ট খুলতে চাইলে
  • অথবা
  • অনলাইনে কোন কিছু একটার জন্য।
এগুলো বলে শেষ করা যায় না।


এখন উপায় রয়েছে একটা সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আমাদের Nid অনলাইন কপি ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন।

ত এখন কথা হচ্ছে Online copy পেতে হলে আগে NID NUMBER লাগবে কিন্তু আমাদের ত আইডি নাম্বার নেই কিন্তু Form Number আছে তাই না?
হুমম ঠিক তা।

ত প্রথমে তাহলে Form Number দিয়ে NID card এর নাম্বার বের করুন।
তা দুইভাবে করা যায়।
আমি এসএমএস এ বের করার পদ্ধতি আলোচনা করলাম।
প্রথমে আপনার মেসেজ option এ যান
এবার Message Body তে লিখুন
Nid স্পেস দেবেন তারপর আপনার ফর্ম নাম্বার তারপর স্পেস দেবেন আপনার জন্মতারিখটি লিখুন dd-mm-yyyy

উদাহরণ স্বরুপ :
মনে করি আমার ফর্ম নাম্বার 0909090 আমার জন্মতারিখ ১০ তারিখ ফেব্রুয়ারি ২০০২।
এখন আমি এসএমএস করব
নিচের টা
nid 0909090 10-02-2002
পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।

ফিরতি এসএমএস এ আপনার নাম এবং Nid card এর নাম্বার পেয়ে যাবেন।




ওটা দিয়ে কিভাবে অনলাইন কপি বের করবেন তার জন্য পরবর্তী পোস্টের অপেক্ষা করুন।
ধন্যবাদ।
সাথেই থাকুন।

Allah Hafeez

Post a Comment

أحدث أقدم