#ইসলাম
#একবার_পড়ুন
আমরা ভাই এক আজব জাতি।
সেই ত বেশি দিন হচ্ছে না মার্ক জাকারবার্গ ও নাকি একই কথা বলছে।
মানেটা কি আগামাথা কিছু বুঝতে পারছেন না তাই ত?
হুমম,বুঝবেন আগে বিস্তারিত পড়ুন।

আপনার কাছে কয়েকটি প্রশ্ন উত্তর আমাকে নয় নিজেকে দিলে হবে।
আচ্ছা আপনি কি মুসলিম ?
যদি উত্তর হ্যাঁ হয় আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি কি শিক্ষিত সমাজের একজন ?  যদি এটাও হ্যাঁ হয় আপনার জন্য শেষ প্রশ্ন আপনি কখনো Facebook এ আমিন লিখছেন ?
আমি জানি লিখছেন।
শেষের প্রশ্নটা সবার জন্য কমন থাকবে সে শিক্ষিত হউক আর অশিক্ষিত হউক।

আচ্ছা আপনি মুসলিম আপনি ইমানদার ভালো বুঝলাম।
আপনি কি জান্নাতে যেতে চান ?  উত্তর অনশ্যই হ্যাঁ হবে।
ত আপনি কেন ফেইসবুকে ধর্মীয়  পোস্ট একটা দেখলেই আমিন, আমিন, আমিন করতে থাকেন ?
পারবেন কি আমার প্রশ্নের উত্তর দিতে ?
পারবেন না।

আপনি ত ইসলাম ভুলে যাচ্ছেন।
আপনি ইসলামের ক্ষতিকর ভাইরাস।
আপনাকে ত ইসলাম অনুমতি দেয় নাই যে ধর্মীয় পোস্ট দেখলেই আমিন আমিন করতে হবে।
আপনাকে বিশ্বনবীর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে ?
কেউ ইন্তেকাল করলেও আমিন বলতে বলা হয়েছে কোথাও ? ( বরং আপনাকে কেউ ইন্তেকাল করলে বলতে বলা হয়েছে "ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন")
কেউ অসুস্থ হলে আপনাকে ইসলাম আমিন বলার অনুমতি দিয়েছে ? ( কোন খারাপ সংবাদ শুনলে ইন্না-লিল্লাহ বলতে বলছে ইসলাম)
কেউ একটা ফলের ছবি পোস্ট করেছে সেখানে ইসলাম আপনাকে আমিন বলার অনুমতি দিয়েছে ?
( কোন কিছুর জন্য শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলতে বলছে ইসলাম)
এই রকম হাজারো প্রশ্ন রয়েছে আপনার বিরুদ্ধে।
আপনি নামাজ পড়ে সেটা ফেইসবুকে ইসলাম বলতে বলেছে ?
ইবাদত আপনি মানুষকে দেখানোর জন্য করতে ইসলাম বলেনি।
তাই আপনি যাই করেন না কেন সেটা লোকজনকে না দেখানোই সবচেয়ে বুদ্ধিমান এর কাজ।

ইসলামকে আমি আপনি না বুঝে কোথায় নিয়ে যাচ্ছেন ?

জবাব দিন আমার প্রশ্নের।

কষ্ট পেয়েছেন তাই না?
জ্বি কষ্ট পেয়েছি কেন এতদিন আমিন আমিন করতাম চিল্লাইতাম।  তার বদলে যদি বাড়িতে বসে একবার " সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম" ( মিজানের পাল্লায় সবচেয়ে  ভারী যে দোয়া)  পড়তে তাহলে কত লাভ হতো?
এই তসবি আপনি একবার পড়লে সেটা কেয়ামতের দিন সবচেয়ে বেশি ওজন হবে মিজানের পাল্লায়।
তাই ফেইসবুকে চিল্লানোর চেয়ে ঘরে বসে ইবাদত করুন।

ত এবার
ওহ হ্যাঁ মার্ক জাকারবার্গ যেন কি বলছে সেটা ত জানেন না তাই ত??
সেটা জেনে কি করবেন ?
যাক তারপর ও বলি
মার্ক জাকারবার্গ  বলছে " বাঙালিই একমাত্র জাতি যারা ফেইসবুকে আমিন আমিন করতে করতে জান্নাত কামাই করতে চাই।!"

ছিঃ ছিঃ আমাদের লজ্জা থাকা উচিৎ আমরা নিজেদের ধর্মকে নিজেরা কোথায় নিয়ে যাচ্ছি।
সাবধান ভাইয়েরা।

আপনি এসব আজাইরা কথা বার্তা বাদ দিন আজ থেকে এই মুহুর্ত থেকে।
আসল ইসলামকে জানুন।
বুঝুন তারপর বাকিটা।

ধর্ম বুঝতে চেষ্টা করুন।
ধর্মীয় গৌড়ামি ঝেড়ে ফেলুন।

আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধর্মীয় জ্ঞান দিয়ে বুঝার তাওফিক দান করুক।


( মহামারী পরিস্থিতিতে আমাদের নবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন " তোমরা যে যেই জায়গায় আছো সে সেই জায়গায় অবস্থান করো।")

STAY HOME - STAY SAFE...
©এমএ তাহের

Post a Comment

أحدث أقدم