আজকের পোস্টে আপনাদের দেখাবো কীভাবে কাইনমাস্টার এ ভিডিও এডিট করার পর এক্সপোর্ট করতে যেই প্রব্লেমটি হয় সেটির সমাধান।
তার আগে জেনে নেই কাইনমাস্টার কিঃ
কাইনমাস্টার হলো এন্ড্রোয়েড দিয়ে ভিডিও এডিটের একটি মাস্টার লেভেলের এপ্লিকেশন। কাইনমাস্টার দিয়ে আপনি যেকোনো ভিডিওতে ট্রান্সিশন ইফেক্ট, টেক্সট/হ্যান্ডরাইটিং ওভারলে, ভিডিও/ইমেজ লেয়াউট,৪এর বেশি ওডিও ট্র্যাক ইত্যাদি এড করতে পারবেন। অনেক বেশি পপুলার হয়ায় এর মোড ভার্শন এভেইলেবল। যারা ডাউনলোড করতে যান তারা এই লিংকে গিয়ে ডাউনলোড করে নিন।
এবার আসি কাজের কথায়।
প্রথমে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন। তারপর এক্সপার্ট করতে গেলে যদি প্রব্লেম হয় তাহলে এডিট স্ক্রিন এ ফিরে আসবেন।
তারপর ভিডিওটি প্লে করবেন।
এবার খেয়াল করবেন ভিডিওটি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আটকে যায়।
এরপর আবার সামনে কার্সর দিলে প্লে হয়।
এবার ঠিক করে খেয়াল করবেন এ কোন স্থানে ভিডিওটা আটাকায়।
অই জায়গায় কার্স রেখে বামের [] <চিহ্ন তে ক্লিক করবেন। এরপর ৩ টা অপশন আসবে।
শেষের অপশনে ক্লিক করলে স্ক্রিনশট এর মতো এড হয়ে নতুন মিডিয়া যোগ হবে। অই মিডিয়ায় 0.2(মিনিমাম) ডিউরেশন করে রাখবেন।
এবার ভিডিও প্লে করে দেখেন আর কোথায় আটকায় কিনা।
যদি আটকায় সেইম ভাবে মিডিয়া এড করবেন আর না আটকালে ভিডিও এক্সপোর্টএ যাবেন। এরপর ভিডিও এক্সপোর্ট করে দেখেন কোনো সমস্যা হয় কিনা। যদি হয় তাহলে কমেন্টে জানান সবার কমেন্টের রিপ্লাই দিবো।
প্রথমে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন। তারপর এক্সপার্ট করতে গেলে যদি প্রব্লেম হয় তাহলে এডিট স্ক্রিন এ ফিরে আসবেন।
তারপর ভিডিওটি প্লে করবেন।
এবার খেয়াল করবেন ভিডিওটি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আটকে যায়।
এরপর আবার সামনে কার্সর দিলে প্লে হয়।
এবার ঠিক করে খেয়াল করবেন এ কোন স্থানে ভিডিওটা আটাকায়।
অই জায়গায় কার্স রেখে বামের [] <চিহ্ন তে ক্লিক করবেন। এরপর ৩ টা অপশন আসবে।
শেষের অপশনে ক্লিক করলে স্ক্রিনশট এর মতো এড হয়ে নতুন মিডিয়া যোগ হবে। অই মিডিয়ায় 0.2(মিনিমাম) ডিউরেশন করে রাখবেন।
এবার ভিডিও প্লে করে দেখেন আর কোথায় আটকায় কিনা।
যদি আটকায় সেইম ভাবে মিডিয়া এড করবেন আর না আটকালে ভিডিও এক্সপোর্টএ যাবেন। এরপর ভিডিও এক্সপোর্ট করে দেখেন কোনো সমস্যা হয় কিনা। যদি হয় তাহলে কমেন্টে জানান সবার কমেন্টের রিপ্লাই দিবো।
ফেসবুকে আমিঃ তানভীর আহমেদ অনন্ত
আরো পড়ুনঃ টারমাক্স দিয়ে ফেসবুক হ্যাক
إرسال تعليق