যারা design domain নিতে পারেন নাই তাদের জন্য শেষ সুযোগ।
আমরা এখানে আমাদের ব্যাক্তিগত স্বার্থের কথা না ভেবে আপনাদেরকে ফ্রী ডোমেইন নিয়ে দিচ্ছি। 

এর আগেও একটা পোস্ট করা হয়েছিল কিন্তু সকল শর্ত মেনে আবেদন না করার কারণে কাউকে ডোমেইন নিয়ে দেওয়া হয়নি।
বিশ্বাস হচ্ছে না তাই ত ?
নিচে প্রমাণ দেখুন যারা আবেদন করেছিল।





আশা করি এবার বুঝতে পারছেন।
ত আজকেও আপনাদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে।
শর্ত গুলো মেনে আবেদন করলে করুন না হয় আমরা শর্ত না মেনে আবেদন করলে রিভিউ করব না বরং সেই আবেদন বাতিল ঘোষণা করা হবে।

শর্ত গুলো :
  1. পোস্টটি পড়ার পর অবশ্যই একটা কমেন্ট করতে হবে।
  2. আবেদন করার সময় ইমেইল এড্রেস ভুল দিলে তার জন্য ডোমেইন রেজিষ্ট্রেশন করা যায় না, তাই এই বিষয়ে সতর্ক সংকেত দেওয়া হলো।
  3. আবেদনের সময় সব তথ্য সঠিকভাবে পূরণ না করলে আবেদন বাতিল হবে৷


এইটুকু শর্ত মেনে চলুন।

এইবারে একটা সুখবর হচ্ছে এই আবেদন এর ডোমেইন গুলো ২৪ ঘন্টায় নিয়ে দেওয়া হচ্ছে।

তাই সবার সুবিধার্থে একজন মাত্র একটা ডোমেইন নেওয়ার জন্য আবেদন করব এর চেয়ে বেশি করলে সবকিছু বাতিল করা হবে।

আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
এরপর সকল তথ্য দিয়ে আবেদন Submit করুন।


আবারও বলছি সকল শর্ত মেনে আবেদন করবেন অন্যথায় আপনার আবেদন বাতিল ঘোষণা করা হবে।
যাদের ডোমেইন নিয়ে দেওয়া হবে এবং যাদের আবেদন বাতিল হয়েছে সবকিছুর ফলাফল আগামী ১৪ই জুন সকাল প্রকাশ করা হবে আমাদের সাইটে।

তবে আপনাদের সবার কন্ট্রোল প্যানেল User & password mail করে ২৪ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।

এই অফার চলবে মাত্র ২ দিন।
১১ জুন - ১৩ জুন দুপুর  11:59:59 AM

এরপর কেউ আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সবাই সকল শর্ত মেনে চলবেন এতে আপনার ডোমেইন আপনি ১০০% পাবেন।


আল্লাহ হাফেজ ।   

6 تعليقات

إرسال تعليق

أحدث أقدم